বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:২১ অপরাহ্ন

পদ্মা নদীর নৌ-চ্যানেলে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

পাবনার ঈশ্বরদীতে নৌ চ্যানেলে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় পদ্মা নদীর তরিয়া মহলের ইজাদারের স্পিডবোটেও হামলার ঘটনা ঘটে।

 

 

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাঁড়ার ৫ নম্বর ঘাটের স্লুইস গেট এলাকায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ওই এলাকার মো. হোসেন গাজীর ছেলে মো. নিজাম (২৬) এবং বাবলু হওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৫)।

 

 

গুলিবিদ্ধ দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক নাফিসা খানম জানান, একজনের বুকের বাম পাশে গুলি ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আরেকজনের বামচোখে গুলিবিদ্ধ হয়েছে। দুইজনের অবস্থায় গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

 

এলাকাবাসী ও লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির দেওয়া তথ্য মতে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসানের মালিকানাধীন ‘এটি এন্টারপ্রাইজ’ পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বছরের জন্য পদ্মা নদীর সাড়াঘাট ও পাকশী হার্ডিঞ্জ ব্রিজের উত্তরপাড় পর্যন্ত তরিয়া মহলে খাজনা আদায়ের ইজারা নেয়।

 

অন্যদিকে ঢাকা শাহজাহানপুরের শহিদবাগ এলাকার মো. হামিদ হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদারের মালিকানাধীন ‘গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ এক বছরের জন্য পদ্মা নদীর গোয়ালন্দ-পাকশী (রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নৌপোর্ট পর্যন্ত) নৌ-চ্যানেল চলাচলকারী নৌযান থেকে খাজনা আদায়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবলইউটিএ) থেকে ইজারা নেয়। গ্রুপ অন সার্ভিসেসের পক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সোহেল খন্দকার খাজনা আদায় করছেন।

 

পদ্মা নদীর তরিয়া মহলের খাজনা আদায়কারী ইজারাদার এটি এন্টারপ্রাইজের মালিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসান দাবি করেন, সোহেল খন্দকারের লোকজন তাদের সীমানা অতিক্রম করে অবৈধভাবে তরিয়া মহলে এসে খাজনা আদায় করছে। ঘটনার সময় সোহেল খন্দকারের লোকজন তার লোকজনের উপর গুলি ও বোমা বর্ষণ করে। হামলাকারীরা তরিয়া মহলের খাজনা আদায়ের নগদ ৩০-৩৫ হাজার টাকাসহ তাদের একটি স্পিডবোট ও একটি নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।

 

নৌ-চ্যানেলের খাজনা আদায়কারী গ্রুপ অন সার্ভিসেস-এর সহকারী পরিচালক সোহেল খন্দকার জানান, গত তিনদিন ধরে এটি এন্টারপ্রাইজের লোকজন পদ্মা নদীতে তাদের সীমানায় খাজনা আদায় করে আসছিল। বারবার প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু কোনো সহযোগিতা না পাওয়ায় এই রক্ষক্ষয়ী ঘটনা ঘটেছে।

 

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গুলি বর্ষণের ঘটনায় দু’জন সাধারণ যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে নদীতে নৌ-পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category