মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর (রসুলপুর) গ্রামের রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনের প্রধান সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে মাদ্রাসাসংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংস্কারের অভাবে প্রায় ৬০০ মিটার দীর্ঘ এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সতুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও রসুলপুর তাহেরুন্নেছা হাফেজিয়া মাদ্রাসা– এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত
করে সড়কটি দিয়ে।
রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুল ইসলাম অহিদ বলেন, শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিদিন এই সড়ক দিয়েই চলাচল করতে হয়। বেহাল অবস্থার কারণে সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মানববন্ধনে ছিলেন রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল্লাহ, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রশিদ তালুকদার, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রউফসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
এ বিষয়ে সিরাজদীখানের ইউএনও শাহিনা আক্তার বলেন, শিগগির কোনো একটি বরাদ্দ থেকে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করব।