বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

জুলাই মঞ্চের সমাবেশে বক্তারা জাপাসহ ১৪ দল নিষিদ্ধে অনাগ্রহ, সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ
Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টিকে (জাপা) ‘সার্বভৌমত্বের শত্রু’ আখ্যা দিয়ে ১৪ দলকে নিষিদ্ধে অনাগ্রহ ও বিপ্লবীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা ও সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে। জুলাই মঞ্চের এক সমাবেশে এ কথা বলেছেন বক্তারা।

গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধকরণ, রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদী আমলাদের উৎখাত, ২০২৪ সালের বিপ্লবের অন্যতম শীর্ষ নেতা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ ও জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জুলাই জনতার সমাবেশ হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, তার খুব সামান্যই পূরণ করতে পেরেছে। বিপ্লবীদের নিরাপত্তা বিঘ্নিত করে তারা নিজেরাও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। জুলাইয়ের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় পার্টির হামলার বিচার না হওয়া একটা অশনিসংকেত। এই বর্বরোচিত হামলার বিচার না হলে জুলাইয়ের অন্য শরিকদেরও ভবিষ্যতে এমন হামলা ও জুলুমের মুখোমুখি হতে হবে। তাই সব দল ও মতকে ঐক্যবদ্ধ থেকে বিপ্লবীদের সুরক্ষা নিশ্চিত করা ও ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে হবে।

জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ পরিবারের পুনর্বাসন ও বিচারের বিষয়ে গাফিলতি করেছে। বিচারের নামে তারা টালবাহানা শুরু করেছে। জুলাই শহীদদের ব্যাপারে উদাসীনতা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ করা উচিত।

জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, বিপ্লবের পর যে অন্তর্বর্তী সরকার করা হয়েছে, এটি বিপ্লবের পর একটা ‘বিগেস্ট স্ক্যাম’। যারা গত ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে নূন্যতম ভূমিকা রাখেনি, এমন লোকদের উপদেষ্টা করার মধ্য দিয়ে বিপ্লবকে ধারণকারীদের রাষ্ট্র পরিচালনায় বিরত রাখা হয়েছে। ফলে রাষ্ট্রযন্ত্র এখনও পুরোপুরি ফ্যাসিবাদের দখলে। এই দখলের ফলে তারা সুনিপুণভাবে গত ১ বছরে বিপ্লবকে বিতর্কিত করে ছেড়েছে। বিপ্লবের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন না হওয়ায় অবিলম্বে এই সরকার পুনর্গঠন করার দাবি জানান তিনি।

জুলাই মঞ্চের মুখপাত্র সাকিব হোসাইন বলেন, জাতীয় পার্টি ও ১৪ দল দেশের সার্বভৌমত্বের শত্রু। তারা বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার ও নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। তারা বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন দেশের পরিকল্পনা বাস্তবায়ন করে রাষ্ট্রের সঙ্গে দেশদ্রোহ করেছে।

জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারের স্বজনের পাশাপাশি সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক দল জাগপা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, এনপিপি, ভাসানী জনশক্তি পার্টি,  জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ জুলাইকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category