বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

গুলিতে দুই মোটরসাইকেল আরোহী আহত
Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) ও সাতকানিয়া (চট্টগ্রাম)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাগপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্বৃত্তদের গুলিতে আহতরা হলেন– জুনাইদ হাওলাদার (২৭) ও শাহাদাৎ হাওলাদার (২০)। জুনাইদ মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বলবলদিয়া গ্রামের শামাল হাওলাদারের ছেলে। অপর আহত শাহাদাৎ তাঁর চাচাতো ভাই।

কুলিয়ারচরের বাগপাড়া গ্রামের বাসিন্দা স্বপন মিয়া জানান, ভোর ৬টার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের কাছে মহাসড়কে দুজন মোটরসাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনার শিকার হয়েছে মনে করে তাদের কাছে ছুটে যান তিনি। তাদের শরীর থেকে প্রচুর রক্ত ঝরছিল। এ সময় পাশেই তিনজন আরোহীসহ অপর একটি মোটরসাইকেল দেখতে পান তিনি। পরে লোকজন আসতে থাকলে ওই তিনজন কিশোরগঞ্জের দিকে চলে যায়।

 

 

প্রত্যক্ষদর্শী বাগপাড়া গ্রামের পোলট্রি ব্যবসায়ী জীবন মিয়া বলেন, মহাসড়কের ওপর লুটিয়ে পড়া দুজন জানান, তারা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজনের পায়ের গোড়ালির ওপর এবং অপরজনের নিতম্ব থেকে রক্ত ঝরছিল। মোটরসাইকেলেও ছোপ ছোপ রক্তের দাগ ছিল। গুলিবিদ্ধ একজন জানান, তিনি শ্বশুরবাড়ি বেড়ানোর পর আগরপুর বাসস্ট্যান্ড হয়ে পোড়াদিয়া সড়ক দিয়ে মুন্সীগঞ্জে ফিরছিলেন। বাজরা বাসস্ট্যান্ড পার হলে অপর একটি মোটরসাইকেলের তিন আরোহী তাদের থামতে ইশারা করে। তিনি তাদের ছিনতাইকারী ভেবে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে শুরু করেন। কিছু দূর

যেতেই পেছন থেকে তাদের গুলি করা হয়। জীবন বাঁচাতে তারা আগরপুর বাসস্ট্যান্ড পাশ করে সামনে এগিয়ে গেলে বাগপাড়া নামক স্থানে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জুনাইদ তিন দিন আগে চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে কুলিয়ারচর উপজেলার আলী আকবরী গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

 

ঘটনা নিশ্চিত করে জুনাইদের চাচাশ্বশুর কুলিয়ারচর পৌর বিএনপি নেতা মিলন ভূঁইয়া বলেন, তারা আজ ভোরে আগরপুর বাসস্ট্যান্ড হয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল। ঘটনার পর ফোনে খবর পান দুর্বৃত্তরা তাদের

গুলি করেছে।

কুলিয়ারচর থানার উপপরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, চিকিৎসকের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে ওই দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

তিন লাখ টাকা ছিনতাই

সাতকানিয়ায় গ্রাহকের কাছ থেকে মাসিক কিস্তির টাকা তুলে ব্যাংকে যাওয়ার সময় এক এনজিও কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা ছুরির ভয় দেখিয়ে ওই কর্মকর্তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। সোমবার বিকেলে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার-সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে।

ভুক্তভোগী এনজিও কর্মকর্তার নাম অভি চৌধুরী। তিনি গ্রামীণ ব্যাংকের কাঞ্চনা সাতকানিয়া শাখার কেন্দ্র ব্যবস্থাপক।

কাঞ্চনা সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মো. ফোরকান বলেন, ঘটনার দিন অভি চৌধুরী মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি চালিত অটোরিকশায় ব্যাংকে ফিরছিলেন। অটোরিকশায় যাত্রীবেশে তিনজন দুর্বৃত্ত তাঁর পাশে বসেছিলেন। একটি নির্জন এলাকায় পৌঁছালে ওই দুর্বৃত্তরা তাঁর গলায় ছুরি ধরে নগদ তিন লাখ টাকা ও তাঁর মোবাইল ফোন

ছিনিয়ে নেয়। পরে তাঁকে অটোরিকশা থেকে রাস্তার পাশে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মো. ফোরকান বাদী হয়ে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। ঘটনা তদন্ত করে জড়িতদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category