বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা, গ্রাহক ভোগান্তি
Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

অব্যবস্থাপনার অবসানসহ চার দফা দাবি জানিয়ে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ৫১ জন কর্মী ছুটি নিয়েছেন। এতে উপজেলার বিপুলসংখ্যক গ্রাহক ভোগান্তিতে পড়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলায় পল্লী বিদ্যুতের ৭৯ হাজার ১৫৭ জন গ্রাহকের সেবায় ৯৫ কর্মী রয়েছেন। এসব কর্মীর মধ্যে গত রোববার থেকে ৫১জন কর্মী ছুটি নিয়েছেন। কর্মীদের গণছুটির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকরা সমস্যায় পড়েছেন।

উপজেলা শুয়াগ্রামের লিয়ন বাড়ৈ বলেন, বিদ্যুতের লাইনের সমস্যা থাকার কারণে তাদের গ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। তাঁরা একাধিকবার কোটালীপাড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে যোগাযোগ করেছেন। কর্মী সংকটের কারণে সমস্যার সমাধান হয়নি। এতে গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

  • ইমরানুর রহমান বলেন, মঙ্গলবার সকাল থেকে উপজেলার অবদারহাটের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করে তারা কাউকে পাচ্ছেন না। এসব এলাকায় অনেক মুরগির খামার রয়েছে। এ সব খামারে ২৪ ঘণ্টাই বিদ্যুতের প্রয়োজন হয়। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের সমস্যার সমাধান না হলে খামার মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজওয়ানুল ইসলাম বলেন, চার দফা দাবি আদায়ের আন্দোলনে তাদের কার্যালয়ের ৫১ জন গণছুটিতে গিয়েছেন। এই ৫১ জনের মধ্যে প্রায় ৩০ জন লাইনম্যান রয়েছেন। মূলত এই লাইনম্যানরাই বিদ্যুতের কাজগুলো করে থাকেন। তিনি জানান, সরকার আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নিলেই গণছুটিতে যাওয়া কর্মীগণ কাজে যোগ দেবেন। এতে দ্রুত সময়ের মধ্যে তাঁরা গ্রাহকদের সমস্যার সমাধান করতে পারবেন বলে আশাবাদী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category